ওগো মুজাহিদ ডাকি তোমায়,
সাড়া দাও তুমি আমায়।
তোমারই যৌবন বড্ড প্রয়োজন,
তুমি ছাড়া লড়তে পারবে কয় জন?
তুমি আমার আয়োজন,
তুমি ছাড়া নয়-জন,
আমি তাই রয়েছি তোমারই অপেক্ষায়।।  


এখন ঘোরে ঘোরে নেমেছে আঁধার,
রাতের প্রহরে শুনি আর্তচিৎকার,
থেঁতলে দিচ্ছে মুখ তাঁদের,
মিথ্যের বিরুদ্ধে অবস্থান যাঁদের
ওগো সু’বীর এই সবের বিরুদ্ধে দাঁড়াতে হবে
তোমাকে এই ধরায়।।


অশ্লীলতার ছোবলে আজ তরুণেরা,
হয়ে গ্যাছে বেপরোয়া,
শুনেছি মসজিদ মাদ্রাসায় দিচ্ছে হানা,
ধর্ম ও ধর্ম গ্রন্হের বিরুদ্ধে তুলেছে ফণা,
ওগো বীর তুমি এসো
আমারই হাত, চোখ রয়েছে তোমারই আশায়।।
ওগো মুজাহিদ ডাকি তোমায়,
সাড়া দাও তুমি আমায়।


৫/৩/২০১৭