তোমার দেয়া দু'চোখ আমার,
রাত্রি দিন প্রশংসা করে তোমার।
তুমি দিয়েছ বলে ঐ দু'টো চোখ,
তোমার সৃষ্টি দেখে খুঁজে পাই সুখ।
তোমার রহমতে ভেসে যায় বুক
মনের রাজ্যে নেমে আসে আসার।


তোমার দেয়া দু'টি হাত,
সত্য লিখতে হয়না ব্যাঘাত।
মুষ্ঠিবদ্ধে উচ্চারি তুমি মহান,
তোমার ইচ্ছায় চলুক চলে চলুক সারা জাহান।
এই দু'টি হাত প্রার্থনায় ওঠে,
আমার অনিচ্ছাকৃত ভুল কেটে দিতে
তাই সময় অসময়ে করি আবদার।


তোমার দেয়া দু'টি ঠোঁট ,
প্রত্যহ আমার কাজে আমাকে নিয়ে নেয় ছোট;
বাঁধিতে তোমারই শাসন এই অচলায়,
নির্ঘুমে বলে চলি নীরবে বিছানায়।
ঐ দু'টি ঠোঁট কেঁপে কেঁপে বলে
আল্লাহ তোমার কথা যেন সবাই মেনে চলে,
তোমারই শাসনে এই পৃথিবী চলুক আবার।


১১/৬/২০১৭