কত ভোর কাটিয়েছি আমি নাক ডাকা ঘুমে,
এ সময় কাউকে আসতে দেইনি আমার রুমে।
পাখি গেয়েছে গান শুনেছি মাঝে মাঝে,
আমিতো শুধুই ঘুমিয়েছি আমারই ধাছে ধাছে।
সকল ঋতুতে ভোরের হাওয়া শান্ত থাকে,
শরীরের ও প্রকৃতির জন্য যা উপকারে লাগে।
গাল ভরা দাড়ি রেখে সারাদিন করি মোনাঠিকি,
আমার কি আছে আমিত্ব আমার নাকী আমি!
সাত শ'কোটি মানুষের পৃথিবী আজ বড়ই অসহায়,
শুধু লোভ, হিংসা ক্ষমতা আর অপপ্রচেষ্টায় ;
ক্ষয়ে ক্ষয়ে প্রত্যহ ঝরে নিরাশায় জোছনায় ফোটা ফুল,
নিজকে দেখিনা দেখি অন্য সব ভুল।
ধীরে ধীরে আমি জানলাম তোমাকে,
আমার শত কোটি ভুল সরে গিয়ে মূলত্ব এসে সাজলো আমাকে।
আমি প্রত্যহ এখন তোমাকে,
ভালোবেসে চাই দু'হাতে প্রর্থনায় তোমাকে।
আমি সত্যি তোমারই পরশে ধন্য,
আমার যা কিছু আছে সবইতো তোমারই জন্য।


৩/৫/২০১৭