ফুল ফোটে চারি দিকে ছড়ায় সুঘ্রাণ,
তারই সোদা গন্ধে জিয়ে ওঠে প্রাণ।
ভোর সন্ধ্যায় পাখিদের গানে গানে,
পথ হারা মনে শান্তি নিয়ে আনে।
এই গান এই সুর সব গাওয়া হয় তোমারই শানে।।
কোটি কোটি হাতের আহাজারীতে ভাঙ্গে আসমান জমিন,
কোটি কোটি কন্ঠে বলতে থাকে আমিন আমিন।
নিপীড়িত বিপন্ন মানুষের চোখের জলে ভাসে কপোল,
সুবিচারের প্রত্যাশায় লক্ষ কোটি মানুষ সকল।
প্রতিদিন সেই সুর আসে কানে,
বাতাসের গুন্জনে পুত্যহ প্রতিদিন।
তাঁর কথা ছাড়া সেতো আর কিছু বলেনাতো কোনদিন।।
নদীর গর্জনে শুনি তাঁরই কথা,
সেই সুরে গাহে গান সব তরু লতা।
আমাদের চলা বলায় থাকা উচিৎ তাঁরই ধ্যানে।।


২৭/৯/২০১৭