তুমি এলে বলে জোছনায় ভরেছে আকাশ
অশান্ত মনে এনে দিলো শান্তনার মুঠো বাতাস।
হৃদয়ের তারে তারে বেজে ওঠলো  যেন আজ
মাথায় পরানো ঐ ভালোবাসার রঙ মাখা তাজ।
তুমি এলে বলে হাজার পাখিরা ধরেছে গান
অনিয়মের নিয়ম ভেঙে সুনিয়মে চলছে এ প্রাণ।
তুমি এলে বলে মুঠো মুঠো আবিরের ছড়াছড়িতে
আমার হৃদ দিগন্ত ভরে গেছে তারই বাড়াবাড়িতে।
তুমি এলে বলে গুল বাগিচার ফুলেরা ছড়ালো সুবাস
সেই স্নিগ্ধ সুবাসে ভরে গেছে আমার আবাস নিবাস।
তুমি এলে বলে নিয়মিত পড়া হয় জামাতে নামাজ
কান পেতে শুনি থাকি আযানের আওয়াজ।
প্রত‍্যহ গোনাহ্ মাফে প্রার্থনায় প্রার্থনায়---
দু'চোখের নোনা জলে প্রায়স কপোল ভাসায়।
তুমি এলে বলে শীতার্ত শরীর উষ্ণতায় ভরে যায়
আহ্লাদিত হয়েছে মন তোমার ভালোবাসায়।
তুমি এলে বলে নিস্তব্ধ নিঝুম রাতে আমি
তোমার পরশে কেন যেন হয়ে যাই দামি।
তুমি এলে বলেই আমি ঠিকই আমাকে চিনেছি
আমার আমিত্বে শুধু তাই তোমাকে ধারণ করেছি।
তুমি এলে বলে আঁধার পৃথিবীতে উঁকি দিলো সূর্য
জীবন পৃথিবী আমার তাই হয়ে ওঠলত দুর্জ।
হিম্মতে মন এগিয়ে চলতে দিন সারাদিন
ঘুম নির্ঘুমে সেই ধারা অব‍‍্যাহত থাকে  নিশিদিন।


২৬|৩|২০২২