তুমি এলে বলে জোছনায় ভরেছে আকাশ,
শান্তনায় এনে দিলো প্রাণে স্নিগ্ধ বাতাস।
হৃদয়ের তারে তারে
প্রাণের শোনিত ধারে
ওঠলো বেজে আজ,
বিবর্ন রঙে আমার তড়াগে এনে দিলো সাজ।
তুমি এলে বলে পাখিরা ধরেছে গান,
অনিয়ম ভেঙ্গে নিয়মে চলছে প্রাণ।
তুমি এলে বলে হয়েছে আবিরের ছড়াছড়ি,
আমার দিগন্তে শুরু হলো আনন্দের বাড়াবড়ী।
তুমি এলে বলে ফুলেরা ছড়াচ্ছে সুবাস,
তারই ধারায় ভরে গেছে ভরে যায় আমার নিবাস।
তুমি এলে বলে শীতার্ত শরীর উমে ভরে গেছে,
আহলাদিত হয়েছে মন তোমায় ভালোবেসে।
তুমি এলে বলে হয়না কাযা নামাজ,
সতর্ক থাকি শোনে আযহানের আওয়াজ।
প্রত্যহ গুনা মাপে প্রার্থনায় প্রার্থনায় ,
অশ্রুজল আমার কপোলে গড়ায়।
তুমি এলে বলে নির্ঘুম রাতে আমি,
ঘুমের মধ্যে আমি তোমাকে ডাকি।
তুমি এলে বলে আমার সত্মায় এখন,
সুখ ছাড়া দুঃখ দেখিনা কখন।
তুমি এলে বলে আমি আমাকে চিনেছি,
আমার আমিত্মে শুধু তোমাকেই নিয়েছি।


১৮ /৪/২০১৭