আমি যে দিকে তাকাই ধূলো বালি মাটি,
সব কিছু বলে আল্লাহ তুমি খাঁটি।
তোমার রহমতে ফুটে ফুল যে বাগিচায়,
গাছে গাছে পত্র ধরে তোমারই ইশারায়,
পাখ পাখালী গাহে শুনি আল্লাহ আল্লাহ রব,
নদীর ঐ জলধারা বলে আল্লাহ আমার সব।
মাঝি গাহে সৃষ্টি তুমি আমার,
কোনটা ফেলি কোনটা বলি সবইত করুণা তোমার।
দিনের ক্লান্তিতে তুমি এনে দিলে রাতি।।


খুঁটিবিহীন আসমান বানিয়েছ তুমি,
আজও এ্যাটম বোমায় কিছু হারিয়েছে তা শুনিনি আমি।
তারার আলোয়ে ভরে দিলে আকাশ,
বিশ্বাসী অবিশ্বাসীরা নিয়ে যায় বাতাস।
তুমি কাহারেও বঞ্চিত করোনা চাঁদের আলো থেকে স্বামী।।


সকালের ঘুম ভাঙাও তুমি মৃত্যুর পরে,
কেউ হয়ত কৃতজ্ঞতা প্রকাশ করনা, কেউ শোকরিয়া আদায় করে।
অল্পতে কেউ কেউ খুশি থাকে,
আর কেউ রত্রী নিশীথে তোমাকে ডাকে।
কেউ শরাব পিয়ায় ঘুষের টাকায়,
কেউ শিকলে বেঁধে করছে টাকা আদায়।
কেউ হাত তুলে শান্তি আনে হৃদয়ে তোমাকে বানাতে সাথী।।
আমি যে দিকে তাকাই ধূলো বালি মাটি,
সব কিছু বলে আল্লাহ তুমি খাঁটি।।


১৪/২/২০১৭