ভোর  বিহানে ডাকে পাখি
ঘুমো-ঘোরে খোলে আঁখি
সূর্য তাপে শিশির গলে
পদ্ম ফুটে খালে বিলে
তাঁর রহমে বিভোর ধরা
দু:খ ব‍্যথায় সুখ যে আঁকি।।
আমার গানের তুকেরা সব
তোমার কথা বলে যে রব
মিষ্টি মধুর বাতাস এসে
সুবাস ছড়ায় ফুলেরা শেষে
সবার মুখের তর্ক কথায়
তোমার শপথ রাখি।।
মনের জ্বালা মিঠাও তুমি
তোমার রহম দিয়ে
ভয়কাতর মনটা  যে ভরি
তোমার সাহস নিয়ে।।
বন বনানী সাগর নদী
তোমায় ডাকে নিরবধি
আঁধার রাতে জোনাক জ্বলে
মাঠে ময়দানে ফসল ফলে
সকাল বিকাল সন্ধ‍্যা রাতে
তোমার জিকির করে শাখি।।


১৬|১|২০২২