উড়াই পাল, যদি পাই তাল।
বারংবার হই উদ্যোগী,
ফল কেবল অবনতি।
যাই ঐ ধার, নিজে বারবার।
বলি ধিক্কার,  ডুবি ফের;
জানাই ফের, ওয়াসওয়াসা তার।
ভাবি, ঐ তীর; যাব ধীর।
হায়! সব তীর,  কেবল  গভীর।
প্রাজ্ঞতা যোগ্যতায় ভার,
অনন্ত অসীম তুমি ;
তুমিই  রহিম হে সাত্তার!
মুখটি তুলে চাও একবার।।