সদা খোঁজো অন্যের দোষ,
কী পেলে, বাদ দাও এসব।
তুমিও যে ভাই মানুষ,
তোমাতে ও শত দোষ।
খুঁজিতে অপরের দোষ,
সাঁঝে ও কমলো না জোশ।
থামো, করোনা দিন শেষ।
তোমারি পিঠে, অশেষ
ময়লা করে বসবাস!
তাড়িয়ে দোষটি বিশেষ,
তুলে নাও পুণ্য অশেষ।
ঝরবে মুক্তা, লাগবে বেশ!
তুমি পুণ্য, তুমিই দেশ।