দিন কাটে তার রাস্তা-ঘাটেই,
রাতে ঘুমায় ফুটপাতে,
নয় একা সে,বুকটা ভরা
কষ্ট যে তার রয় সাথে।


তৃপ্তি নিয়ে পায়না খেতে
পেট ভরে না তাই মোটে,
যদি জোটে দিনের খাবার
অনাহারেই রাত কাটে।


নেই জুতো তার, পা খালি তাই,
জামা-কাপড় নেই ভালো,
গোসল করার নেই যে সুযোগ
শরীরটা তার তাই কালো।


রাতে যখন যায় ঘুমাতে
কল্পনাতে হয় বিলীন,
ধনীর ঘরে জন্ম হলে
মহাসুখে কাটতো দিন।


20/10/2014