মাঝে মাঝে চায় মনে মোর
থাকতো যদি ডানা,
ঊড়ে যেতাম দূরে কোথাও
করতো না কেউ মানা।


যেই দেশেতে শান্তি আছে,
নেইকো হানাহানি,
কেউ করে না লুটতরাজ আর
ছিনতাই, রাহাজানী।


যেই দেশেতে মূল্য আছে
সকল মানব প্রাণের,
সবাই সবার মূল্য বুঝে
অবস্থা তার মনের।


করে না কেউ টাকা চুরি
যাত্রিবাহী রেলের,
দেয় না আগুন পাবলিক বাসে
ঢিল ছুড়ে ককটেলের।


যেই দেশে নেই সন্ত্রাসীদের
হিংস্র দানবতা,
যেথায় আছে আম জনতার
আশ্রম মানবতা।


তাই ঊড়ে যাই কল্পনাতে
আমার দু'চোখ বুজে,
শান্তি-সুখের আশায় এবং
মানবতার খোঁজে।


21/10/2014