রাস্তাঘাটে বিপদ-আপদ,
নয় নিরাপদ নিজের ঘর,
মার্কেটও নয় শঙ্কামুক্ত,
ক্লাশরুমেতেও মরণ ডর।


অফিসও আজ বিপদজনক,
ডেঞ্জারাস ঐ খেলার মাঠ,
চাঁদাবাজের আখড়া রেলের
ষ্টেশন আর সদরঘাট।


সিটিং বাসে বাঁদুর ঝুলে
যাওয়া ছাড়া নেই উপায়,
ঘটছে কত দুর্ঘটনা
যেতে লাগে ভয় বাসায়।


কখন বাসে লাগবে আগুন
ছুড়ে মারা ককটেলে,
গুডবাই বলে সাথে সাথেই
প্রাণপাখিটা যায় চলে।


স্বাধীন দেশের মানুষ মোরা
বেশী কিছু চাওয়ার নাই,
এই দেশেতে থাকতে বেঁচে
নিরাপদ এক জীবন চাই।


25/10/2014