বুড়ো মানুষের বেশে,
মাঝরাতে এক ভূত এসে,
আমার সাথে আড্ডা দেয়;
আমার সাথে খুব মিশে,
যায় চলে সে রাত শেষে,
সঙ্গে যাওয়ার দাওয়াত দেয়।


যদিও সে খুব হাসে,
ভয়টা পাবো তাই কিসে,
সে যে আমার বন্ধু হয়;
তার সাথে মোর খুব খাতির,
আশংকা নেই তাই ক্ষতির,
মনে অনেক ফুর্তি হয়।


নিত্য আমায় নিজ হাতে,
ডেকে তুলে মাঝরাতে,
মজার মজার গল্প কয়;
করে খেলা মোর সাথে,
কত্ত খাবার দেয় খেতে,
সত্য এসব মিথ্যে নয়।


কিন্ত হঠাৎ একদিনে,
মা-বাবা সব যায় জেনে,
ওঝাকে সব দেয় বলে;
সে এসে মোর বন্ধুকে,
আটকিয়ে তার সিন্ধুকে,
সাথে নিয়ে যায় চলে।


আজকে আমার বন্ধ নাই,
মুখের হাসি বন্ধ তাই,
খেলা করার নেই সাথী;
হয় না আমার তাই পড়া,
থাকি সদা মনমরা,
হৃদয়ে নেই সুখ বাতি।


22/10/2014