সময়ের বেড়াজালে
অতীতের কোন কালে
সুখে থাকা শিশুকাল গেছে হারিয়ে;
জীবনের খেলাঘরে
স্মৃতিগুলো আজ নড়ে
বারে বারে ডেকে চলে হাত বাড়িয়ে।


বৈশাখে ঝড়ো দিনে,
দলবেধে সারা দিনে,
কুড়িয়ে এনেছি কত আম বারেবার;
কথাগুলো আজ স্মৃতি
তাই সবি মিছে প্রিতী
মনে তবু সাধ জাগে সেথা হারাবার।


কোরআন বুকে নিয়ে
মক্তবে মোরা গিয়ে
শিখে নিয়েছি যে মোরা দ্বীন-ধর্ম
বুঝাতো যে হুজুরে
শিখেছো যা আখেরে
নিজেকে হেফাজতে হবে বর্ম।


হেমন্তে কৃষকেরা,
ধান ক্ষেতে ফেলে সারা
দল বেধে ধান কেটে যায় তারা হেথা;
মিলে মোরা যাই প্রাতে
শিশুদল সেখানেতে
কুড়িয়েছি ধানশিষ দল বেঁধে সেথা।


শীতকালে খোলা মাঠে,
কুয়াশায় ঘেরা বাটে,
লুকোচুরি খেলেছি মোরা কতদিন;
মাঠে গেলে সারা নাই
সেথা কোনো খেলা নাই
মাঠখানি পরে আছে জীবন বিহীন।
29/10/2014