জনজীবন অস্থিরতায়
এই ইদানিং হরতালে,
দেশের মানুষ আতংকে তাই
ধ্বংসলীলার ডরতালে।


সকল দলের ইস্যু নানান,
নানান প্রকার দাবী তার,
বড়-ছোট হোকনা যতই
আদায় হওয়া চাই সবার।


মশা বাঁচাও দাবী নিয়ে
ডাক দেবে আজ এক দলে
কালকেই আবার আরেকটি দল
পশু বাঁচাও যায় বলে।


অশান্তি সব সৃষ্টি করে
এক দলে কয় শান্তি নাই,
মানুষ মেরে স্লোগান তুলে
'নিরাপদে বাঁচতে চাই।'


ইটের ঢিলে দেয় ভেঙে গ্লাস
গোলা বারুদ পেট্রোলে
সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে
গাড়ি পোড়ায় ককটেলে


দাবী আদায় না যদি হয়
আমরা হবো শান্ত না,
আগুন জ্বালাও দাও গুড়িয়ে
সন্ত্রাসীদের আস্তানা।


এই হলো ভাই বর্তমানে
রাজনীতিতে আসল রূপ,
ইস্যু খোঁজার বাহানাতে
ঝোপ বুঝে তাই দেয় যে কোপ।

আমার দেশের হাল-হাকীকত
এটাই হলো অবস্থা,
সমাধানে নিরব সবাই
নেই যে কোনো ব্যবস্থা।
30/10/2014