[31অক্টোবর বিশ্ব মিতব্যয়ী দিবস উপলক্ষে]


মিতব্যয়ী দিবসে,
রবে নাতো সে বসে,
কিপটেমী যে করে;
ফিরে পাবে স্বীয় প্রাণ,
ছড়িয়ে যাবে যে ঘ্রাণ,
কিপটে লোকেদেরে।


মিতব্যয়ীদের কাছে,
যত প্রকারের আছে,
তুলবে সে ফুটিয়ে;
কত প্রকারের হলে,
কিপটেমী তাকে বলে,
বুঝাবে সে খুটিয়ে।


মিতব্যয়ীতার ছলে,
কিপটেমী কাকে বলে,
সবাইকে শেখাতে;
বিনা উপহার হাতে,
দিনে হয়তো বা রাতে,
আসবে সে শেখাতে।