এসেছি আমি পুরো পৃথিবী ঘুরে,
খোঁজে দেখেছি সারা জীবনে ধরে,
আসল মানুষ আমি কভু দেখি নাই,
জাদুঘরে হবে বুঝি মানুষের ঠাঁই।


মানুষের ভীড়ে তুমি যদি কভু যাও,
সারাক্ষণে পকেটেতে হাত রেখে দাও,
তবু যদি পরে দেখো মানিব্যাগ নাই,
বুঝে নিও পৃথিবীতে মানুষ আর নাই।


মসজিদে যদি তুমি ইবাদাতে যাও,
জুতাটা হাতে করে সাথে নিও তাও,
এরপরো যদি দেখো জুতা সাথে নাই,
ভেবে নিও পৃথিবীতে মানুষ আর নাই।


আসছে যারা আজ আমাদের পরের যুগের,
তারা দেখা পাবে না ভাল মানুষের,
তাদের তরে যদি মোরা কিছু রেখে যাই,
জাদুঘরে হবে বুঝি মানুষের ঠাঁই।