দালান বাড়ি নেই যে আমার
নেইতো আমার টিনের ঘর,
একটুখানি ছাউনী ছনের
থাকছি তাতেই জীবনভর্


জাজিম খাটের ব্যবস্থা নেই
বাজারে যার অনেক দাম,
মাটির বুকে খড় বিছানো
তাতেই শুয়ে নেই আরাম।


ঘরে আমার নেই সোফাসেট
আরাম করার নেই গদি,
বসতে দেবো কাঠের পিড়ি
আপত্তি না রয় যদি।


অনেক ধনের মালিক তুমি
বাড়ি-গাড়ি খুব দামী,
গ্রামাঞ্চলের গরীব কৃষক
ক্ষেতে করি চাষ আমি।


ধনের হিসাব,চিন্তা-ফিকির,
তাই চোখে নেই ঘুমের লেষ,
বিছানা মোর হোকনা খড়ের,
ঘুমের আমার আরাম বেশ।
20/10/2014