রোজ বিহানে,বাড়ির কোণে
গাছের ডালে,
একটি পাখি,মেলে আখি
সুযোগ পেলে
আপন মনে ডাকে;


মনের ক্ষত,কষ্ট যত
যায় তা দূরে,
প্রতিক্ষণে,পুলক আনে
তার সে সূরে,
সবার হৃদয় বাঁকে।


ক্ষণে ক্ষণে,রোদের বাণে
গা এলিয়ে,
নিজের মত,অবিরত
যায় সে গেয়ে,
সকল বাঁধা রুখে;


দুঃখ ভুলে, কন্ঠ খুলে
গায় বারেবার,
খুশির বশে হৃদ হরষে
দিবস যে তার,
কাটে মহাসুখে।


কিন্ত সে হায়,আজকে কোথায়
নেই যে দেখা,
তার জীবনে,কোন সে ক্ষণে
ইতি রেখে,
আনলো কেনো টেনে;


কোন সে ঘাতক,পাখির পালক
ছিঁড়ে নিলো,
কেনো সে আজ,করতে কী কাজ
হাত রাঙালো,
সেই বিহগে খুনে।
23/9/12