ছন্দ-ছড়ায় প্রেক্ষাপট - ২
————————————


-------সোফিয়া-------


ব্যস্ত দেশের বস্তিতে আর ফুটপাতে ,
পায় না যারা পেটের খাবার নুন-ভাতে,
দিনের বেলা যদিও জুটে,
না খেয়ে ঘুম দেয় রাতে ৷
এদের সুদিন আনবে কে, সে পাইনা খুঁজিয়া ?


- কেনো, বিদেশ থেকে এনেছি তো রোবট সোফিয়া ৷


রাস্তা-ঘাটের বেহাল দশা দেশ জুড়ে,
গড়ে দিলেও যায় ভেঙে দুই মাস পরে,
ওয়াসা আর তিতাস এসে
প্রতি মাসেই পথ খুঁড়ে,
এর সমাধান কবে হবে পাই না বুঝিয়া ৷


- কেনো, টাকা দিয়ে এনেছি তো রোবট সোফিয়া ৷
.
.
লোডশেডিং-এর কথা না হয় থাক বাকী,
শহরগুলোয় যদি-ও দেয় কম ফাঁকি,
গ্রামের তারে কারেন্ট এসে
মাঝে মাঝে দেয় উঁকি ৷
পরিত্রাণের আশায় কত থাকবো বসিয়া ৷
.
- কেনো, বিদেশ থেকে এনেছি তো রোবট সোফিয়া ৷
.
.
এই দেশেতে চাকরী নিতেও ঘুষ লাগে,
অযোগ্য লোক জব পেয়ে যায় তাই আগে,
লাগবে প্রমান? কয়টা দেবো ?
বল দেখি কার লাগে ?
বাড়ছে বেকার, কই সমাধান, পাইনা খুঁজিয়া ৷
.
- কেনো, ভাড়া করে এনেছি তো রোবট সোফিয়া ৷
.
.
.
৮/১২/১৭