সকাল বেলা কে মরেছে হয়নি দেখা আজ
আসল কথা হাতে আমার বড্ড বেশি কাজ ।
আগুন লেগে পুড়েছে যখন প্রতিবেশীর ঘর
এই ভাবনায় সটকেছিলাম ওরা তো সব পর ।
মোল্লা বেটা মার খেয়েছে আমার কি যায় তাতে
আমার খোকা থাকে যেন মোটা মাছ আর ভাতে ।
বুলডোজারে ভাঙল বাড়ি ভাঙল তাদের মন
মারল প্রাণে ভরল জেলে কাড়ল তাদের ধন ।
তারপরে যেই প্রতিবাদে উঠলো দেশে রোল
নীরব থাকা মানুষগুলোই বলল ,'হল্লা বোল' ।
দেশের মানুষ বলুক যত‌ই থোড়াই কেয়ার তাতে
চলতে হবে কাঁধ মিলিয়ে বিদেশিদের সাথে ।
তাইতো যবে কাতার-কুয়েত ডাকল ভারত দূতে
নূপুর গেল পদ হতে তার সরকারের এক ফূঁ-তে ।
যত‌ই চেঁচা‌ও ভারতবাসী ঢুকবে না তার কানে
কারণ তাদের কান রয়েছে বিদেশিদের পানে ।
একটুখানি দাঁড়িয়ে দেখো পালাবদলের বাঁকে
বিদ্বেষ বিষ ঢুকছে কেমন পাড়ার ফাঁকে ফাঁকে ।
আজকে তোমার নীরবতায় মরছে কুড়ি জন
আশির পালা আগামীকাল তোমার প্রিয়জন ।
মরতে হবে এই ধরাধামে মরতেই তো আসা
তাই বলে কি নষ্ট হবে ঐক্যের ভালোবাসা ।
বোধ খাটিয়ে টিকিয়ে রাখো বিবেক বিবেচনা
এইহেতু এই ছোট্ট লেখা আমার আলোচনা ।


২০০৬২০২২
কুলগাছি