তোমরা যারা আরাম করে
আলসে সকাল রোদ দুপুরে
পাখার নিচে শুয়ে,
আমরা তখন আপন ঘরে
আঁচল নেড়ে যাই সজোরে
সবকিছুকে থুয়ে ।


সকাল ছেড়ে দুপুর ছেড়ে
সবার দিকে দু-হাত নেড়ে
রাতের কাছে এসে,
শীতল বায়ু বুকের কোণে
বেজার মনের সংশোধনে
আসবে ঠিকই শেষে ।


এই আশাতে ছাদের পরে
আমরা সবাই হৃদয় ভরে
আবেশ মাখি গায়ে,
চাঁদনী রাতে দখিন হাওয়া
এমন সুযোগ যায়না পাওয়া
জ্যোৎস্না চুমে পায়ে।


আবার যখন নিয়ম মতো
বিজলী বাতি জ্বলবে শত
চলবে পাখা ঘরে,
জ্যোৎস্না স্নাত রাতের আসর
ভরবে কি আর ছাদের পাঁজর
এমন অবসরে?


০৩০৬২০২০
হাদিপুর গড়