বাগানে ঢুকতে বাঁধা ছিল না
অথচ অবাক করা বিষয় হলো
উঁকি মারার কৌতূহল জাগেনি
সময়টা আপেক্ষিক নিয়মেই
চলে গেছে৷


তার পর একদিন হঠাৎ,,,,,
দৃষ্টি পড়ল বাগানের ছিন্ন পত্রে
ভীষণ কদাকার
কিংবা আরো ভয়ঙ্কর


আসলে অনেক ভালোবাসার
অনর্থে দৃষ্টি ঝাপসা হয়েছে
অথবা পুরোটাই অন্ধ
আর হয়নি সবুজ পত্রে পল্লবে৷


যখন অবেলায় সন্ধ্যা হলো
তখনই দেখলাম; আমার
অবহেলিত অনাকর্ষিত
নিষিদ্ধ ভূমিটাই গুলবাগ৷


(প্রকাশিত মায়ের আঁচল সাহিত্য পত্রিকায়)