কবিতার কবুতর ওড়ে ডানা মেলে,
কাব্য জননী যে তারে কোথা পেলে?
কবিতার হাত ধরে চলে গেছে দিন
শোধিতে পারিনি আজো পুরাতন ঋন৷
কবিতায় যদি হয় প্রাণেরই আশা
সেখানেই ছুঁয়ে থাকে কত ভালোবাসা৷
ভিতরের জগৎ জুড়ে শব্দযুথের মেলা
এসবই প্রাণের সুধা কবিতার খেলা৷
      ___________


        ২
তুমি এলে তাই
হেসে উঠল একটা জগৎ
নিহারীকা ঝাউ বীথি বন
সবুজের মায়া হলো সৃজন


তুমি এলে তাই
ফুটল করবী টিউলিপ দল
মুক্তা দানা ঝরল অবিরল
সুর তুলে সব বাজল মাদল


তুমি এলে তাই
পোহাল তিমির জাহেলী রাত
রংধনু সেচে এলো রং সাত
এল চিরন্তনী প্রেমের বরাত
তুমি এলে তাই৷
  ______