পুরো ঘরটা জুড়ে একাকিত্বের বাস
একই অনুপাতে ব্যস্ত মনটা,
স্মৃতির ভিড়, দুশ্চিন্তার রাশি নিয়ে;
মৃত্যুর অনতিদূরে দাঁড়িয়ে আমরা৷


অনিশ্চিত জীবনকে সাজাতে
নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করার স্পর্ধা
আমাদের মধ্যে কিভাবে আসে?
অথচ মৃত্যুস্মৃতিই সত্যের সোজা পথ৷


চতুর্দিকে প্রজ্জ্বলিত লেলিহান পার হয়ে
আমরা খুঁজি নিরাপদ আশ্রয়;
আমাদের সম্মিলিত চেষ্টা পর্যাপ্ত
ধ্বংসের অগ্নি নির্বাপিত করার জন্য৷


বীরত্বগুলি ভয়ঙ্কর শঙ্কার রূপ নিয়েছে
ভয় শূন্য চিত্তই ইমানের দাবী;
আমাকে কে যেন পিছুটানে আটকে রেখেছে,
বাবা-মা? স্ত্রী? সন্তান? না লালিত আশা?


ঐ তো দেখতে পাচ্ছি ধোঁয়াশার পর্দা;
যাই, ওর পরেই রয়েছে একটি দেশ,
যেখান থেকে আজো কেউ ফেরেনি৷