সে গিয়েছিল পান্ডুর মুখে, নড়েনি তার ওষ্ঠ
দরজাগুলি শুনতে পায়নি তার মৃত্যুর কাহিনী
তোলা হয়নি জানালার পর্দা; দুঃখগুলি চুঁইয়ে
পড়ে মিলিত হয়েছে নিষ্পলক আঁখিযুগলে
শবাধার কফিনকে অনুসরণ করার জন্য;
এমনকি তুমি পুরুষের পৌরুষের রূপ
ব্যতিত পথে কিছুই দেখতে পাবেনা৷
পদস্খলনের সংবাদ পথে পথে
সে খুঁজে পায়নি আশ্রয়ের প্রতিধ্বনি,
আশ্রয় বিস্মৃত কোন গর্তের অন্তরালে
দুঃখ করে চাঁদের আবাহন৷


রাত নিজেক সমর্পণ করে সকালের দেহে
প্রতিদান চায় না; আলো আসে দুধ বিক্রেতা
নারীর আর উপবাসের কন্ঠস্বরে;
ক্ষুধার্ত বিড়ালছানা মিউ মিউ ডাকে
কঙ্কালসার দেহ ব্যতিত যার কিছুই বাকি নেই৷
বিক্রেতার ঝগড়া, তিক্ত বাকবিতন্ডা আর
ছেলেদের গরম বাক্য বিনিময় পথের উপরে প্রদর্শিত৷
দূষিত জল-বায়ুর গলিপথে
রঙ্গ তামাশায় পৌছয় পৃষ্ঠতলের দ্বারে
বন্ধুর সঙ্গ ছাড়া;
উপ-বিভ্রমের চুড়ান্ত গভীরতায়৷


১৭০৬২০১৭
কুলগাছি৷


(আধুনিক আরবী সাহিত্যের বিখ্যাত মহিলা কবি, কবি নাযিক সাদিক মালাইকার "مرثية إمرأة" কবিতার কাব্যানুবাদ৷ যদিও সম্পূর্ণ ভাব উদ্ধার করা সম্ভব হয়নি)