(১)
বাল্য কালের বিশদ কথা বলব আজি কোন মনে?
স্মৃতি কথার অথৈ পাথার বলব আমি কোন জনে?
নিঃস্ব ভেবে মন মাঝারে হীনমননে যেই ভাবি,
শৈশবের ঐ সোনার স্মৃতি ভিড় করে আজ এই ক্ষণে৷


(২)
কৃষক পিতার বড়ো ছেলে চলেছে মাঠে ময়দানে,
সন্ধ্যা কালে ছাগল দলে ফিরেছে আপন গাঁ পানে৷
গোধূলির ঐ রক্ত আভা দিনের শেষে দারুন শোভা,
কৃষক বালক ফিরবারে চায় আপন মনের আরমানে৷


(৩)
হলুদ রঙের সরষে ফুলে, ধনে পাতার সুঘ্রাণে
সবুজ শ্যামল মাঠটা আজো দুলে ওঠে মনে-প্রাণে৷
দূর্বা ঘাসের গালিচা আর মেঠোপথের আল ধরে,
খালি পায়ে চলছি যেন রাখাল সুরের গান শুনে৷


(৪)
গরুর গাড়ির চক্রনিনাদ আর গাড়োয়ানের ভাষা,
রাখালী গানের সুরেলা তান শ্রান্তি-ক্লান্তি নাশা৷
ভোরের আলো কেন যেন কৃষক চেনে ভালো,
বনফুলের সুগন্ধটাও জাগায় চাষীর মনের আশা৷