আমিও নীরবে চেয়েছি তাই
ওষ্ঠ নাড়িয়ে বলিনি তবু
বিশ্বাস রেখেছি আত্ম-প্রত্যয়ে
ফিরে সে আসবেই কভু৷


উদগ্র উৎকন্ঠা, বিরহী বেদনা,
স্মৃতি হয়ে অন্তর মাঝে
আসুক না সে স্মৃতিচারনায়
বিনোদনের সকাল সাঝে ৷


ক্ষুধার অন্ন, পরিধেয় বস্ত্র সেই
সূর্যোদয়ের দৈনিকতার মতো
সত্য এসে দাঁড়াবেই দাদা
থাকলেও সহস্র হাজার ক্ষত৷


আর কি লেখা যায় বলুন তো এই সত্যবাদে?
কিই বা লেখার থাকে আর জীবনের অনুবাদে ?