তুমি সে বিজ্ঞ ন‌ও,
হলে এতদিনে দূর হতো
ধূলো দাগ কামিসের কালো সূতো,
দূর হতো অপরাধ স্রোতের তোড়ে
যতো জঞ্জাল জমেছে কালের ভাগাড়ে ।


জনবসতির কোণে কোণে
বহু আতর বিক্রেতা হাঁকে
গন্ধ বিকোনোর ফাঁকে ফাঁকে,
কস্তুরি বলে একবার কি যে পাঠালে!
এগুলো প্রায়শঃ দেখতে পাই গরুর গোয়ালে ।


আমি খুঁজি না ইলোরার ভাস্কর
আমার কাজ নেই অজন্তার গুহাচিত্রে
তুমি মহান হ‌ওয়ার পর নজর রেখো শাস্ত্রে ।
ফিরবার পথে কাঁটা না হোক অযথা খ্যাতি
নিয়তির কোনখানে আছে হতভাগা জাতি?


ইতিহাসে থিতু হলে দেখো
তোমার যাত্রার অভিমুখ আছে কোন্ মুখো
নীল সামিয়ানায় নিচে যারা ভাসে
সুবিশাল উদার আকাশে
সভ্যতার তলদেশ থেকে
যা কিছু শিখেছো ঠেকে
ধনাঢ্য ভাবনায় তাকে যত্নে রেখো ।