দীর্ঘ কবিতা তন্দ্রাচ্ছন্ন হয়েছে
কালের আঁখি পল্লবের নীচে,
এমন নয় যে স্মৃতির অতলে কবরস্ত
বরং উপশম স্বপ্ন ঔজ্বল্যতার ক্লান্তিনাশা
যা প্রতারণা,পঙ্কিলতায় বিমূঢ়৷


ইতর ভাববাদীর ভাব নিংড়ানো দর্শন
আমি সেই প্রেম প্রত্যাখ্যাত কাসীদার শ্রষ্টাকে খুঁজি,
সমাধীর উপরিভাগে লেখা মৃত ফলকে
তাপ শোষিত তামাটে দেহের অলিন্দে
ঘুমভাঙানি কোলাহলের সমাপনী স্বরবর্ণে৷


মহুয়া, বাবলা, শিরিশ মাথাতুলে এভিনিউ সড়কে
ইতিহাস হয়েছে বন্ধনে কাল হতে কালান্তর
পহেলা-সংক্রান্তী পাশাপাশি মধ্যযুগ উদরে,
বোধহারা অন্তে দূর্বোধ্য  ভাব নির্মাণে৷