দুই পাশে দুই
ছাগল পাঁঠা
বড় বড় শিং,


মধ্যে বসে
ছানারা সব
করছে ত্রিংব্রিং।


অাড়াল থেকে
পাঁঠাদ্বয়ের
কানমলে দেয় উস্কে,


ছাগলছানার
মুখের খাবার
যাচ্ছে শুধু ফস্কে।


ছানারা সব
খুব অসহায়
পায়না খেতে দুধ,


পাঁঠার দলের
পাঠার গায়ে
গোস্ত নুদ নুদ।


অার কতকাল
ছাগলছানা
ছাগল হয়ে রবে?


পাঁঠাদ্বয়ের
শাপের শিং
কে এসে ভাঙিবে?


গুঁতোগুঁতি
করে পাঁঠা
ছানারা সব দ্যাখে,


দুরে বসে
প্যাঁচারা সব
রোজনামচা ল্যাখে।