দুপুর বেলা
নূপুর পড়ে,
ঝুরঝুরিয়ে
রৌদ্র ঝরে।


গাছের পাতা
আঁচের চোটে,
লাজুক যেন
শুকনো ঠোটে।


ক্লান্ত পতি
শান্ত করে,
বধুর পাখা
অন্তঃপুরে।


দমকা হাওয়ায়
চমকে উঠা,
নোনতা ঘামের
গরম ফোটা।


ঘুঘুর ডাকে
দুখু ব্যাধে,
গুলটি হাতে
চক্ষু মুদে।


পুকুর জলে
চিকুর গরু,
গা ধোয়ানো
এইতো শুরু।


ঝেংটা মেরে
ন্যাংটা ছেলে,
লম্ফ মারে
নদীর জলে।


মিষ্টি মধুর
লোভাতুর,
সৃষ্টি সেরা
এই দুপুর।