কবি মল্লিকা রায়ের প্রকাশিত বিষয় "লিখতে এসেছি ব্যবসা করতে নয়" এবং "হিংসা (আজকের প্রসঙ্গ)" এব্ং সেখানে পাওয়া কিছু মন্তব্যের (বিশেষত হুমায়ূন সাহেব ও কবিবন্ধু তাজুল ইসলাম) প্রেক্ষিতে কিছু পুরনো প্রশ্ন আবার মনের মধ্যে উঠে এল।
কোন শিল্পের সার্থকতা কোথায়? শুধু তার  গ্রহণ যোগ্যতায়? তাহলে কি অসকার ওয়াইল্ডের "Arts for Arts shake" কথাটাই বা কতটা ঠিক? নিজের কথা বলে public attention আশা করাটা কি ভুল? যদি শক্তিশালী বাজার বিদ্যমান থাকে, তবে কি সেটাই একমাত্র ভরসা? শিল্পের ক্ষেত্রে বাজার কতটা necessary আর কতটা evil?