চারিদিকে                                চারিদিকে
ভগ্নস্তুপ                                   অভাব, অনাহার
জঞ্জাল                                    অনটন, অবিচার
উপেক্ষা                                  অবহেলা, অবঞ্চনা
হুমকি মাঝে                             হুমকি, ভয়ভরা বস্তিতে;
গজানো ছোট্ট চারাগাছে                ছোট্ট একটি মেয়ে হাসে
ছোট্ট একটি ফুল ফুটেছে।             না জানি কোন স্বস্তিতে।


তুচ্ছ হয়ে যায় যাবতীয় নেতিবাচকতা
সব হাহাকার আস্ফালন নিস্তেজ হয়ে যায় এরূপ প্রাণশক্তির কাছে।


'এই দীর্ঘ দুঃখ-কষ্টের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে বলেই মানুষ বেঁচে থাকতে চায়...এভাবেই অন্ধকার দুরত্ব ভেঙ্গে পৌঁছতে চায় আলোর কাছে, মৃত্যু পৌঁছতে চায় জীবনে, বিচ্ছেদ পৌঁছতে চায় প্রেমে।'  স্মরণজিৎ চক্রবর্তী