আসরের কবি শ্রদ্ধেয় অজিতেশ নাগ একবার আসরের কবিদের নিয়ে এক ফাণ্ড তৈরির কথা প্রস্তাব করেছিলেন। তা কিছু কারণে হয়ে ওঠেনি। আমি আরেক বার এই বিষয়ে প্রস্তাব করছি। এবং এই ফাণ্ড নিয়ে একটি প্রস্তাব করি।এই আসরের অনেক কবিরই কবিতা বা অন্য বিষয়ের উপর বই আছে। সেই বইগুলি নিয়ে এক গ্রন্থাগার বা library করলে কেমন হয়?
এ বিষয়ে অন্যান্য কবিরা কি ভাবছেন জানতে ইচ্ছে হয়।