মাঝে মাঝেই গেল গেল রব ওঠে 'বাংলা-কবিতা'র 'আলোচনা সভা'র লেখার মান নেমে যাচ্ছে, ভালো মানের লেখা নাকি পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি কিন্তু তাঁদের কাউকেই আলোচনা সভার কোন ভালো লেখাতেই পাওয়া যায়না।
আমাদের আসরের বিশিষ্ট কবি তাঁর কবিতা সিরিজ নিয়ে এসেছিলেন কোন গুরুত্বই পায়নি সেই লেখা। এই কদিনের মধ্যেই অনেকেই ভালো লেখা উপহার দিয়েছেন। কবি প্রবীর চ্যাটার্জী খুব সুন্দর ভাবে কবিগুরুর জীবনের নানা ভুলে যাওয়া মুহুর্তগুলিকে তুলে ধরছেন যা বিশেষভাবে গুরুত্বের দাবী রাখে। কিন্তু সেগুলি তো আদৌ কোন পাত্তা  পাচ্ছে বলে মনে হয়না, কিন্তু নিন্দুকদের আগেও দেখা গেছে, এবং ভবিষ্যতেও তাঁরা নিন্দা বন্ধ রাখবেন একথা অন্তত আমি বিশ্বাস করিনা।