যদি বুঝতে প্রিয়তমা,
কতটা আগুন জ্বলে এই বুকে
দিন বদলে দেবার আশায়.
যদি বুঝতে প্রিয়তমা,
কতটা জল নামে এই চোখে
নিষ্ফল কিছু হতাশায়।
যদি বুঝতে প্রিয়তমা,
কত স্বপ্ন দেখি এই চোখ দিয়ে
ঘর বাঁধবো তোমায়-আমায়।
যদি বুঝতে প্রিয়তমা,
কতটা বিশ্বাস রাখি,
দিন বদলাবো সর্বহারায়।
যদি বুঝতে প্রিয়তমা
নিজেকে সামলে রাখতে
করে যাই কত লড়াই।
যদি বুঝতে প্রিয়তমা,
নিষ্ঠুর নিয়তির কাছে,
হয়ে আছি কত অসহায়।