কবিতা আজ থেমে যাবে সব এই রাতে.
প্রেম হবে আজ বালক বালিকায়।


পূর্ণ আবেগে দুটি  হৃদয়ের হবে মিলন
যাবে সব ছিন্ন হয়ে তবে ইহা রবে।


রাতের ঘোর তমসার হয়তো দৃষ্টি হবে না
তবু মন মনকে চিনিবে।


মেঘের গর্জন আর বৃষ্টির শব্দে
কাঁপবে প্রকৃতির সকল সৃষ্টি।


দুটি মন তবু রবে এক হয়ে
বিশ্বাস আর ভালবাসায়।


বালক বালিকার প্রেমই আজ কবিতা হয়ে
প্রকাশিত হবে এযুগের সব নিয়ম ভেঙে।