অনু (৯৬-১০০)
           অচিন্ত্য সরকার


৯৬) বৃষ্টির ছন্দে
            অচিন্ত্য সরকার


রিমঝিম রিমঝিম টাপুরটুপুর
দুষ্টু বৃষ্টি মেয়ে বাজায় নুপুর,
ভিজিয়ে দেয় সব আপন ছন্দে
বাতাস ভরপুর কামিনী সুগন্ধে।
টিনের চালে মেয়ে মাদল বাজায়
কদম-ডাল জুড়ে বাসর সাজায়।
খাল বিল নদী নালা যৌবনবতী
মত্ত দাদুরী ডাকে সুখ নিতে রতি।


            ৯৭)ভোর
                    অচিন্ত্য সরকার


পূব আকাশে জাগলো রবি
পাখিরা করছে কুজন
দূরের ঐ মন্দির থেকে
ভেসে আসছে ভজন।


ঘুমের পুরে জাগলো সাড়া
জাগরণী গানের সুরে,
সোনা আলোয় ভরেছে মাঠ
ঐ দেখা যায় দূরে।


           ৯৮)চশমা
                   অচিন্ত্য সরকার


আনলো কিনে পাখির মা
পাখির জন্য চশমা,
চশমা পরে সেলফি তুলে
পাখি হলো অনন্যা।


চশমা পরে পাখি যখন
ফলের দিকে তাকায়,
কাঁচা কাঁচা ফল গুলো
পাকা পাকা দেখায়।


         ৯৯) এমন থাক
             অচিন্ত্য সরকার


কি দরকার পন্ডিতদের শেখানো দ্বন্দ্বে
এভাবেই থাকনা আপন ছন্দে,
ঝর্ণার মতো প্রাণোচ্ছল।
ভালো থাক,ভালো রাখ,
যত বাধা আছে দূরে চলে যাক,
ভবিষ্যৎ হোক তোর আরও  উজ্জ্বল।


            ১০০) বন্যায়
                 অচিন্ত্য সরকার


বন্যার প্রকোপে ভেসেছে গ্রাম
যে দিকে চাই থৈ থৈ করে জল,
অকালের এমন নিদারুণ দুর্দিনে
নৌকা চলাচলের একমাত্র সম্বল।
বাঁধভাঙা নোনা জলে ফসল মার
চাষির ঘর জুড়ে শুধুই হাহাকার,
নীল আকাশ জুড়ে উঠুক রোদ্দুর
এই প্রার্থনা আজ তাদের সবাকার।