যখন তুমি ছিলে হৃদয় জুড়ে
শীতের শৈত্যেও উষ্ণ হতাম,
শীতল হতাম গ্রীষ্মের উষ্ণতায়;
কেও কাওকে আড় কিংবা
হলুহ চোখে দেখতাম না।


যে দিন থেকে পক্ষাঘাত ধরল…
তোমাকে ঘিরে থাকা সেদিনের
উষ্ণ বাষ্প গুলো জমতে জমতে
আজ জিরো ডিগ্রী সেলসিয়াস
উষ্ণতার কঠিন বরফ কনা।


আর বরফ তৈরীর প্রক্রিয়ায়
পরিত্যক্ত লীনতাপ আজ
পুঞ্জিভুত স্বার্থপর অভিমান…
ছন্দহীন পৃথিবীর সব গান।


নববর্ষ,তুমি ফিরিয়ে দাও
বিশ্বাসের স্বাস্থ্যকর উষ্ণ প্রবাহ
সত্য-প্রেম-শান্তি আবাহ।