বৃক্ষ-পিতা
                  অচিন্ত্য সরকার


        জন্মেছি রুক্ষ্ম কাঁকুরে মাটিতে
পাথর ফুঁড়ে গেড়েছি শিকড়,
যুদ্ধ করেছি শুষিতে প্রাণ-রস,
আলো,খাদ্য আর প্রাণ-বায়ু।
দিয়েছি ছায়া,ফুল ফল আর,
আশ্রয় প্রাণপণ আজীবন;
অবসর হয়নি কভু চাহিবার
দেখিতে তিল-ক্ষণ,আপন মন।


সহিয়া খর তাপ,তুষার পাত
ঝড় ঝঞ্ঝা,বাদল বজ্রপাত,
নিয়ত যাদের দিয়েছি আশ্রয়
অন্ন দিয়েছি মুখে তুলে;
ফুল,ফল,রক্তধারা-ঋণ,
কর্তব্য,কৃতজ্ঞতা সব ভুলে,
না দিয়ে সার-জল,প্যালা-বল,
বাহু বলে বলীয়ান আত্মজ,
হাতেতে কুঠার নিয়েছে তুলে!


টুটে যাওয়া বৃক্ষ-পিতা মাথা তুলে
তবু শেষ বার শুধু গেল বলে,


‘’শায়িত সারী গুড়ি,দিয়ে যাবে শেষ মূল্য
শুধু টুটে গেল হৃদয় আর বিশ্বাস অমূল্য।‘’