জীবন মানে যদি
কয়েক টি ক্ষণের যোগফল হয়
তবে তার যে কোন ভগ্নাংশের
মুল্য যথেষ্ট।


রোজকার ছুটোছুটি,লাল কালির আতঙ্ক
ডি এ,টি এ, ইনক্রিমেন্ট
ই এম আই ,ইন্সিওরেনস এর
তথাকথিত নিশ্চয়তার ভিড়ে যদি
আবেগ কে কিছুটা অনিশ্চিত মনে হয়
তবে আবেগের মূল্যও যথেষ্ট।


সময়ের চক্রপথে বর্তমান হবে অতীত
শীতের রুক্ষ্ম শাখায় গজাবে
বসন্তের কিশলয়,গ্রীষ্মের রুক্ষ্মতা
ঘুচাবে মেঘ মল্লারের সরসতা।


এমনই দুঃখ সুখের পালাবদলের
কোন এক সন্ধিক্ষণে
যদি আজকের এই ক্ষণ উঁকি মারে
তোমার মনের এক কোনে,
তবে আবেগের মুল্যদন্ডে
এই ক্ষণের মুল্য হবে যথেষ্ট।


যদি পুরনো ডায়রীর পাতা ঘেঁটে
আজকের তারিখটি এক বার
খুঁজে পাবার চেষ্টা কর তবে
এই ক্ষণ পাবে ঐতিহাসিক গুরুত্ব।


আর এক মুহুর্ত যদি উচ্চারিত হয়
‘ভালোই কেটেছিল দিনটা’
ঠোঁটের কোণের হৃদয় সন্তুষ্টি গ্রাফ
বলে দেবে এই ক্ষণের নানন্দিক গুরুত্ব।


আরও এক ছত্র আছে,বন্ধু
আমার এই লেখা যদি
কবিতা বলে ভালো লেগে থাকে
তবে নিশ্চিত জেনো
এই ক্ষণ পেল কাব্যিক অমরত্ব।