এই কি আধুনিকতা
অচিন্ত্য সরকার
আধুনিকতার নাম করে
কৌশলী সব হাঁকে,
নীতি নিয়ম জলাঞ্জলি
মন মজেছে পাঁকে।
চকচকে রঙিন মোড়কে
কেনা বেচা বিজ্ঞাপন,
রেসের মাঠে ছুটছে ঘোড়া
উদাস করা একা মন।
উন্নয়ন মানে দূষণ দানব
বিষ ছড়ায় পরিবেশে,
কংক্রিটে ঢাকছে জগৎ
ধ্বংস ডাকে পরিশেষে।
ভেজাল বিষে জগৎ ভরা
মনকে চালায় মাথা,
আপন লাভ থাকলে ঠিক
কিসের মাথা ব্যাথা!
ভাষা পোশাক কুটিল মন
ব্যঙ্গ করে সভ্যতা,
প্রশ্ন জাগে মনে বারবার
এই কি আধুনিকতা?