গোটা একটা বছর হল শেষ
হেসে খেলে অবহেলে কাটল বেশ।
পিছন ফেরা বারণ আজ,
সুমুখ পানে অনেক কাজ;
হারিয়েছে যা হারাক,ঝরাপাতা পঁচে
নব কিশলয়ে পুষ্টি যোগাক।


ছিঁড়তে হলে ছিঁড়ুক বাঁধন
হৃদয় জরা মরচে ধরা,
ভাঙতে হলে ভাঙুক পাষাণ,
টাকার গরম,জাতের ভড়ং
চোরাবালির শাসন শোষণ,যত সব
চোখ রাঙানীর হোক অবসান।


নতুন যুগের শঙ্ক বাজুক
সকল কালো আলোয় ভরুক;
আসুক নতুন আবেগ,নতুন প্রাণ
নতুন সুরে বাজুক নতুন গান।
নববর্ষ,আন স্বাস্থ্য,শান্তি ,সত্য,প্রেম
শুদ্ধ ধরা আর মুক্ত প্রাণ।