পরমাণু (১৭১-১৮০)
অচিন্ত্য সরকার
(১৭১)
স্তাবকতা
হ্যাঁ তে হ্যাঁ,না তে না,
না হলে তুই পিছনে যা।
(১৭২)
অনিদ্রা
জ্ঞানের পার্শ্বপ্রতিক্রিয়া অনিদ্রা
(১৭৩)
স্মৃতি
পুরোনা বই এর পাতার ভাঁজে
গোলাপের শুকনো পাপড়ি।
(১৭8)
দীপাবলি
আঁধার রেখে মনের গলি,
বৃথায় পালন দীপাবলি।
(১৭৫)
ফন্দি
ভালো মন্দের যুগলবন্দী
সৃষ্টি কর্তার মহাফন্দি।
(১৭৬)
এক
বহুর মাঝে এক
এক এক্কেরে এক
আদি অন্তে এক।
(১৭৭)
পূর্ণ
বাকি সব মহাশূন্য
শিরে একে হয় পূর্ণ।
(১৭৮)
অসৎ
চরিত্র অসৎ হতে পারে
কিন্তু অসৎ চরিত্রবান হয় না।
(১৭৯)
কোণ
তিন কোণের সমষ্টি সরলকোণ
কিন্তু ত্রিকোণ প্রেম জটিলকোণ।
(১৮০)
কার্য কারণ
চকচক করে বলে সোনা না
সোনা বলেই চকচক করে।