প্রাণ বঁধু          
           অচিন্ত্য সরকার


রাজস্থান অনেক দূরে আসবে কবে প্রিয়ে,
মরুভূমির বালি ছেড়ে,পলির দেশে ফিরে।
ফুলগুলো হয়েছে কাঁটা,তৃষ্ণা হয়েছে গভীর,
চাতক প্রাণ ছটফটায়,বারীর তরে অধীর।
বইএর পাতায় রাখা গোলাপ হয়েছে জীবাশ্ম
ভাটিয়ালি গাইছে মন,গায়ে মেখে ছাইভস্ম।
তার কেটেছে দোতারার,ভোরের সুরে বাঁধা
ভালো মন্দের মরীচিকায়,দুপুর সুরে ধাঁধা।
পথহারা আজ বাউল মন,ঘোরে পাগল পারা,
প্রজাপতির যেমন গতি,রঙীন ডানা হয়ে হারা।
কীটগুলো কামড় দিয়ে,জোর করে খায় মধু,
পরাণ থাকে উপবাসী,তোমায় বিনে,প্রাণ বঁধু।