মহাবিশ্বের এক  বায়বীয় প্রাণকনা
পৃথিবী গ্রহের জল-মাটি-আলো স্পর্শে
আদিমতম জৈব গবেষণাগারের
দশ-মাসী প্রক্রিয়া শেষে, এই আমি মূর্ত
বিশ্ব প্রাণ সত্ত্বার ক্ষুদ্রাতিক্ষুদ্র এক কনা।


মাতৃস্তনের সুধা ধারায় পুষ্ট
শরীর-মন-অনুভব-চেতনা।
পিতার স্নেহ আলিঙ্গনে শিহরিত তনু
পুলকিত মন,বিকশিত মতি,
বিশ্ব রঙ্গমঞ্চে, সৃষ্টি-লীলা মহানাট্যে
পিতামাতা-মহা কুশিলবে প্রথম প্রণতি।


অতঃপর আলোক-রূপী,তুমি শিক্ষক
তোমার স্নেহ পরশে উন্মিলিত চক্ষু,
জ্ঞান দীপ্তি শিখায় ঘুচল আঁধার,
তোমার তুল্য কেও নেই আর।
তোমার পরশে মাটি হল সোনা
মনুষ্যত্বের কোমল প্রলেপে,রুক্ষ
পতিত জমিতে, শ্রেষ্টত্বের বীজ বোনা।


প্রণমি তোমারে,পরম পূজ্য তুমি,শিক্ষাগুরু
তোমার হাতেই আমার পুনঃজন্মের শুরু।