শিশু ছড়া (৮৬-৯০)
                  অচিন্ত্য সরকার


               [৮৬]
ক্রিকেট টা ভালোই লাগে
খেলে যদি ধোনি,
সচিন হলে কথাই নেই
ক্রিকেটের সে মণি।


গম্ভির ও খেলছে ভাল
জাহির মন্দ নয়,
যুবরাজের ফর্ম টা নিয়ে
একটু আছে ভয়।


ঈশানের পায়ের চোটটা
একটু খানি  ভাবাবে,
সমস্যা হতে পারে
হরভজনের অভাবে।


          [৮৭]
মা গো মা খেলতে আমি চাই
বলো মাগো তুমি,সাথী কোথাই পাই?
খাঁ খাঁ রোদ্দুর,নিঝুম দুপুর
নির্জন পথ-ঘাট,মাঠ-বাট,পুকুর
এমন সময় আমি কার সাথে খেলি
একা বসে কল্পনার ডানা তাই মেলি।


       [৮৮]
শ্রাবন্তী দি,শ্রাবন্তী দি,
বলতে পার তুমি,
এবার পুজোয় কি গাইবে
কলকাতার ভুমি।


পারবে না,আচ্ছা যাও
ঐ আসছে বাস,
আমি বরং যাই শুনতে
গাইছে ক্যাকটাস।


খবর পেলে ভুল করোনা
জানিও আমায় তুমি,
কোন্ গানে মাতাবে পুজো
কলকাতার ভুমি।


      


                [৮৯]
প্যারিচাঁদ মিত্র হলেন
টেঁকচাঁদ ঠাকুর ,
ভানুসিংহ নাম নেন
রবীন্দ্রনাথ ঠাকুর।


শরৎচন্দ্র নিলেন নাম
আনিলা দেবি,
স্বপন বুড়ো নাম নিলেন
অখিল নিয়োগী।


কালকূট নামে খ্যাত
সমরেশ বসু,
পরশুরাম নাম নিলেন
রাজ শেখর বসু।


                   [৯০]
আগস্টের পনের এল,এল স্বাধীনতা
মানব না আমরা আর কারও অধীনতা।
হাতে নিয়ে তেরঙ্গা, বুকে নিয়ে বল
বন্দে মাতারম বলে চল এগিয়ে চল।
ভারত মাতার আমরা শিশু,নতুন যুগের আগ্রদুত
নতুন রুপে গড়ব ভারত,ঘুচিয়ে তার সকল দুখ।