সময় টা খুব কঠিন না হলে-
ভাবের ঘরে সিঁদ কাটা হত না।
পেটের দায়ে চুরি হলে
পুকুর চুরি হত না, চুরি যেত মাছ।
সময় টা খুব কঠিন না হলে-
নোবেল চুরি হত না।
পেটের দায়ে চুরি হলে
চুরি যেত ফল,চুরি হত না গাছ।


সময় টা খুব কঠিন না হলে-
জ্ঞান বিলাত আলো।
অজ্ঞানীরা চুরি করলে
         আর যাই হোক,টাকা হত না কালো।
সময় টা খুব কঠিন না হলে-
ভালোবাসা বেস্বাদ হত না।
নিভৃত হৃদয় গহনে
অনুভবের শিহরণ,জ্বালত হাজার আলো।


সময় টা খুব কঠিন না হলে-
অপ্রয়োজনীয় চুরিতে পটু অতিমানবরা
আজও কারো কারো কাছে
চুরিকে করে রাখত না ওষুধের মত প্রয়োজনীয়।
সময় টা খুব কঠিন না হলে-
বিবেকবানী,পাটীগণিতের
লাভ-লোকসান-ভয় সুত্রে
ডেবিট ক্রেডিট মিলিয়ে,স্থির করত না করণীয়।


সময় টা খুব কঠিন না হলে-
  মুখোশ থাকত, তবে
  মুখ হারিয়ে যেত না।
  সাদা-কালোর অনুপাত টা,খেত না ডিগবাজি।
সময় টা খুব কঠিন না হলে-
  মানুষ জন্মসূত্রে মানুষ হত।
  ধর্মকে রঙিন করে
  ঝুলি ভরত না মোল্লা-পুরুত,কাজি-পাজি।